Date: October 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে লুট, বাজারজুড়ে আতঙ্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে লুট, বাজারজুড়ে আতঙ্ক

October 19, 2025 02:22:33 PM   উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে লুট, বাজারজুড়ে আতঙ্ক

টাঙ্গাইলের ব্যস্ততম করটিয়া বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল আতঙ্ক সৃষ্টির জন্য পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ‘মা কালী জুয়েলারি ওয়ার্কশপ’-এর মালিক বিপ্লব কর্মকার (৫০) দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় একটি প্রাইভেট কারে করে আসা ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত তার পথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা বিপ্লব কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বাজারের লোকজন এগিয়ে আসতে চাইলে ডাকাত দল আতঙ্ক সৃষ্টির জন্য পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত বিপ্লব কর্মকারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত সশস্ত্র ডাকাতি।

টাঙ্গাইলের অন্যতম ব্যস্ত এই বাজারে এমন সশস্ত্র ডাকাতি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।