Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সারাদেশের নেতাদের ঢাকায় তলব করেছে জাপা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারাদেশের নেতাদের ঢাকায় তলব করেছে জাপা

October 11, 2025 06:32:13 PM   দেশেরপত্র ডেস্ক
সারাদেশের নেতাদের ঢাকায় তলব করেছে জাপা

নির্বাচন ও দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতীয় পার্টি (জাপা)। নির্বাচনে অংশগ্রহণসহ দলীয় ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকায় দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের আহ্বানে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

জানা গেছে, বৈঠক শেষে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতিও নিচ্ছে দলটি। মিছিলের নেতৃত্ব দেবেন জি এম কাদের নিজেই।

 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, “শনিবার ঢাকায় দলের চেয়ারম্যানের নেতৃত্বে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনে অংশগ্রহণসহ নানান রাজনৈতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

মোস্তাফিজার রহমান আরও বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার নানা চক্রান্ত চলছে। তবে আমরা সবসময় নির্বাচনমুখী দল। ১৯৯৬ সালের বিএনপির একতরফা নির্বাচন ছাড়া প্রতিটি জাতীয় নির্বাচনে আমরা অংশ নিয়েছি এবং এবারও প্রস্তুত আছি।”

 

তিনি জানান, জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়। ইতোমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

 

তার দাবি, “জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে অভাবনীয় ফলাফল পাওয়ার আশঙ্কায় নানা পক্ষ চক্রান্তে লিপ্ত রয়েছে। শনিবারের সভা শেষে দলীয় শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হবে।”