
বিএনপি আজ রাজধানীর গুলশানে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সহ-দপ্তর সম্পাদক শায়রুল কবির খান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নানা পদক্ষেপ এবং দলের পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির এই সংবাদ সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ দেখা দিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে আজকের এই অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।