
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাড়ে সাত ঘণ্টা পরও রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তাজুল ইসলাম চৌধুরী বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখতে পান। তবে আগুনের সূত্রপাত কেমিকেল গোডাউন থেকে নাকি পোশাক কারখানা থেকে— তা এখনো নিশ্চিত করা যায়নি।
দীর্ঘ সময় ধরে চলা এই অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাসায়নিকের গুদামে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।