Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ছবি ও ভিডিওসহ ফের বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন আবু ত্বহার স্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছবি ও ভিডিওসহ ফের বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন আবু ত্বহার স্ত্রী

October 14, 2025 09:15:45 PM   অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিওসহ ফের বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন আবু ত্বহার স্ত্রী


আবু ত্বহা মুহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার এবার আরও বিস্ফোরক অভিযোগ নিয়ে সামনে এসেছেন। এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু ত্বহার সম্পর্কের বিষয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এবার সাবিকুন নাহার তাদের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যা তিনি তাঁর ফেসবুক পোস্টে তুলে ধরেছেন। পোস্টে তিনি আবু ত্বহার শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবি প্রকাশ করেছেন।

সাবিকুন নাহার লিখেছেন, ভক্তরা তাঁর অতীত ভুল-অন্যায়কে সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ হিসেবে উপস্থাপন করছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কত মেয়ের সঙ্গে, কত বছর ধরে এই ধরনের যোগাযোগ স্বাভাবিকভাবে চলতে পারে এবং তা কবে হালাল থেকে হারাম হয়ে যায়। তাঁর বক্তব্য, দুই বছর আগে রংপুরের এক মেয়ের সঙ্গে আবু ত্বহার যোগাযোগ শুরু হয়। মেয়েটির সঙ্গে হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময় কথা বলা, ছবি নেওয়া, এবং মেয়েকে বাসায় আনার পরিকল্পনা করা— সবই “বেবি দেখাশোনার” নাম করে করা হয়েছে।

এরপর আরও একটি মেয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয়, যাদের মা ক্যানসারে আক্রান্ত। তিনি বলেন, মেয়েটির উদ্দেশ্য খারাপ ছিল না, তবে আবু ত্বহার লক্ষ্য ছিল মেয়েটিকে নিখুঁতভাবে প্রভাবিত করা। সাবিকুন নাহার অভিযোগ করেছেন, তিনি চাইলে এই মেয়েদের বিষয়ে হেল্প করতে পারতেন, কিন্তু তাকে কোনো এক্সেস দেওয়া হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, একটি তৃতীয় মেয়ের ক্ষেত্রে মেয়েটি ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে। যদিও তাদের সঙ্গে সম্পর্ক হালাল, তবুও প্রশ্ন উঠে, একজন মানুষের স্ত্রী হওয়ার পর কি এমনভাবে মেয়েদের সঙ্গে নানা ধরনের বিষয় জড়িয়ে থাকা উচিত। সাবিকুন নাহার বলেন, আবু ত্বহার নারী সংক্রান্ত আচরণ ও চোখের অভিমুখের কারণে তার পরিবারের শান্তি বিঘ্নিত হয়েছে। তিনি জানান, ৫ বছরের সংসার জীবনেও তিনি তাকে নতুন স্বামীর মতোই সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তবুও সবকিছু ঠিক হওয়ার আশায় রঙিন রেখেছিলেন।

সাবিকুন নাহার অভিযোগ করেন, পাশের থাকার পরও অবিরাম নারীদের প্রতি আগ্রহ দেখানো এবং অফিস-স্কুলে উপস্থিত মেয়েদের সঙ্গে অনিয়মিত যোগাযোগের কারণে তার জীবন ও পরিবার বিপর্যস্ত হয়েছে। একপর্যায়ে মনোমালিন্যের কারণে তাকে আবু ত্বহার ধমকও দেওয়া হয়েছে।

শেষে তিনি অনলাইনে এই অভিযোগ তুলে ধরার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে বিভিন্ন চেষ্টা ও অভিযোগের পরও সমাধান হয়নি। অনলাইনে প্রকাশের মাধ্যমে তিনি আশ্বাস দিচ্ছেন যে, এবার সমাধান সম্ভব হবে।