Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুরে মাদক সেবন কালে গাঁজা ও ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুরে মাদক সেবন কালে গাঁজা ও ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক

October 15, 2025 06:31:59 PM   অনলাইন ডেস্ক
ফরিদপুরে মাদক সেবন কালে গাঁজা ও ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক

ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছে থাকা পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোবাইল কোর্টে তাকে পনের দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক মাদক সেবন কালে মাদকসহ আটক হওয়ার খবর জানাজানি হলে ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে ঐ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন।

জানা যায়, ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে মাদক সেবন কালে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা সহ আটক হন ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি। এসময় ভ্রাম্যমাণ আদালতের। মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান  তাকে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায়  গ্রেফতার করে পনেরো দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড  প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর  কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯৯/২৫। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।