
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন মানবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহম্মেদ। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার চাঁদের বাড়ি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতীয় সংবিধানের আদলে বাহাত্তরের সংবিধান রচিত হয়। ওই সংবিধান পরিপূর্ণ বহাল রেখে নির্বাচন দিলে আবার এদেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার জন্মাবে। এজন্য চব্বিশের মহান গণঅভ্যুত্থান যে আকাঙ্খা নিয়ে হয়েছে, সেই আকাঙ্খা ধারণ করতে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এই অভ্যুত্থান ছিন্তাই হয়ে যাবে। এজন্য জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই বলে বলেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখা আয়োজিত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মাওলানা জালালুদ্দিন আহম্মেদ ইসলামি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আভাস দেন। পাশাপাশি নির্বাচিত হলে দূর্নীতি মুক্ত একটি রাষ্ট্র গঠনে সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগিতা চান তিনি।