
নকল ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে দেশে একটি নতুন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে। ফরসা হওয়ার আশায় এসব ক্রিম ব্যবহারে সাধারণ মানুষ কেবল আস্থার সঙ্গে বিপদও নিচ্ছেন। সম্প্রতি বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট) রাজধানীর পুরাতন ঢাকার চকবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে। এসব পণ্যের পরীক্ষা করে দেখা গেছে, এতে রয়েছে স্বাভাবিক মাত্রার তুলনায় আড়াই হাজার গুণ বেশি ক্ষতিকর হাইড্রোকুইনোন নামক জৈব অ্যাসিড।
বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতি কেজি কসমেটিকস পণ্যে সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম হাইড্রোকুইনোন থাকা উচিত। এর চেয়ে বেশি থাকলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব ক্রিম ব্যবহার করে চেহারা দ্রুত ফরসা হওয়া ঠিকই, তবে একই সঙ্গে কিডনির রোগ, লিভার ক্যানসার, স্কিন ক্যানসারসহ নানা মরণব্যাধি হওয়ার ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।
বিএসটিআই পরিচালকের তথ্য অনুযায়ী, জব্দকৃত নকল কসমেটিকসের মধ্যে রয়েছে—স্কিন ক্রিম, বেবি অয়েল, লিপস্টিক, স্কিন পাউডার ও হোয়াইটেনিং ক্রিম। এগুলো ব্যবহারে কিডনি, লিভার ও ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিএসটিআই এ ধরনের নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। মহাপরিচালক এসএম ফেরদৌস আলমও অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
একাধিক চিকিৎসক জানিয়েছেন, অনেক সময় নারীদের জন্য এই ধরনের ক্রিম ব্যবহারের নির্দেশ বা প্রেসক্রিপশনও দেওয়া হয়। তবে এগুলো আসল নাকি নকল—বোঝা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। কিছু অসাধু চিকিৎসক কমিশনও গ্রহণ করেন বলে অভিযোগ আছে। মহাখালী গ্যাসট্রোলিভার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডা. এনামুল করিম বলেন, চেহারা ফর্সা করার নামে এসব নকল পণ্য ব্যবহারে লিভারসহ দেহের যেকোনো স্থানে ক্যানসারের সম্ভাবনা থাকে। বর্তমানে দেশে লিভার ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি জানিয়েছেন, এই ধরনের বিষাক্ত ক্রিম ব্যবহারের ফলে নারীদের অসময়ে গর্ভপাতের ঝুঁকি থাকে। স্তন ও ত্বকের ক্যানসারের পাশাপাশি লিভারসহ দেহের অন্য অংশেও ক্যানসারের আশঙ্কা থাকে। এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, পেটে থাকা শিশুরও ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সারসংক্ষেপে, চেহারা ফর্সা করার নেশায় নকল ও ভেজাল ক্রিম ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বহন করছে। তাই এগুলো থেকে দূরে থাকা এবং বিশ্বস্ত, অনুমোদিত কসমেটিকস পণ্য ব্যবহার করাই নিরাপদ সমাধান।