Date: October 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / স্বাস্থ্য / ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৫৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৫৫

September 15, 2025 06:19:13 PM   দেশেরপত্র ডেস্ক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৫৫

দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৫৫ জনের প্রাণহানি ঘটল।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ৩৮ হাজার ৫২৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মৃত্যুর বণ্টন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। অপর তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কেবল গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা
বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাস সাধারণত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সময়। তাই মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। পানি জমে থাকা জায়গায় এডিস মশার বংশবিস্তার রোধ, মশারি ব্যবহার, এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করানোর ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

সার্বিক পরিস্থিতি
ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার ঢাকার বাইরের জেলাগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারি পরিসংখ্যান বলছে, ঢাকার পাশাপাশি বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। এতে রাজধানীকেন্দ্রিক সংকট ক্রমেই সারাদেশে বিস্তৃত আকার ধারণ করছে।