Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / অবশেষে জানা গেল সেই আনিসা আহমেদের ফল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবশেষে জানা গেল সেই আনিসা আহমেদের ফল

October 16, 2025 12:37:47 PM   অনলাইন ডেস্ক
অবশেষে জানা গেল সেই আনিসা আহমেদের ফল

ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। আনিসা মানবিক বিভাগের পরীক্ষার্থী। তিনি বাংলা এবং ইসলামের ইতিহাস বিষয়ে পাশ করতে পারেননি।

আনিসা প্রথম দিন, ২৬ জুন, মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে সময়মতো উপস্থিত হতে পারেননি। দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি। ওইদিন মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাকে। এই ঘটনায় আনিসা পরীক্ষাকেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আনিসার বিষয়টি তখন অন্তর্বর্তী সরকারের শিক্ষা বিভাগের নজরে আসে। প্রধান উপদেষ্টা প্রেস উইং-এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়েছিল, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

এভাবে দেখা গেল, আনিসা আহমেদের পরীক্ষার ফলাফল তার অনুপস্থিতির কারণে প্রত্যাশিত হয়নি, যা ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার সঙ্গে যুক্ত ছিল।