
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের সাংবাদিক এস এম আয়াতকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার মিরপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুরের স্বাধীনতা গোলচত্বরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, "সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে।"
তিনি সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে আটজন সাংবাদিককে মারধরের পর আসামিদের দ্রুত জামিন পাওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন, "সাংবাদিক নির্যাতন করে আদালতে পৌঁছাতে পারলেই জামিন মিলে যায়, যা গোটা সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে।"
ঢাকা মিডিয়া সেলের অ্যাডমিন আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন এবং সাংবাদিক আনিস লিমন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন মো: ইসরাফিল ও রাজু আহমেদ।
সমাবেশ থেকে সাংবাদিক আয়াত হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ বিএমএসএফ-এর ১৪ দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।