
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক আত্মনির্ভরতার ওপর জোর দিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি বলেন, “এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের তরুণ সমাজের উদ্দীপনা ও সৃজনশীলতা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি ও সুযোগকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করা যায়। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।”
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, “আমাদের আরও নিশ্চিত হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। বর্তমান পরনির্ভরতার অবস্থান থেকে দ্রুত বেরিয়ে আসাই আমাদের প্রধান লক্ষ্য হতে হবে। এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই। আমাদের অভ্যাস, চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিকে পরিবর্তন করতে হবে। আত্মনির্ভর হওয়ার জন্য বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে এবং দৃঢ় সংকল্পে লড়াই করতে হবে। যদিও পথ কঠিন, তবুও এতে রয়েছে এক নতুন ধরনের আনন্দ।”
ড. ইউনূস বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তার মূলমন্ত্র হলো — স্বনির্ভর বাংলাদেশ। এটি শুধু অর্থনৈতিক উন্নতি নয়, বরং জাতির স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।”
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া বিজিএমইএ’র সভাপতি, এফবিসিসিআইয়ের সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতিসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকের মূল সিদ্ধান্ত ও প্রস্তাবিত কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।