
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪৩.৫ কেজি নিষিদ্ধ ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। শনিবার (আজ) সকালে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজের নেতৃত্বে একটি দল শ্রীফলতলী এলাকায় কালিয়াকৈর মৎস্য আড়ৎদার বহুমুখী সমবায় সমিতি সংলগ্ন একটি মাছের সংরক্ষণাগারে তল্লাশি চালায়।
সেখানে ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ছোটনের মজুত থেকে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত ইলিশগুলো স্থানীয় চারটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।