Date: October 05, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি: সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি: সংস্কারের দাবিতে মানববন্ধন

October 05, 2025 06:59:10 PM   উপজেলা প্রতিনিধি
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি: সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (আজ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সচেতন নাগরিক সমাজ, ছাত্র-যুব ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, "কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার অবস্থা শোচনীয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।"

এসময় তারা স্বল্প ও দীর্ঘমেয়াদী ৯ দফা সংস্কার দাবি তুলে ধরেন। তাঁদের স্বল্পমেয়াদী কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও সংলগ্ন এলাকার সকল বর্জ্য অপসারণ; টয়লেট, বাথরুমসহ স্যানিটেশন ব্যবস্থা পরিষ্কার করে ব্যবহারোপযোগী করা এবং রোগীদের জন্য নির্ধারিত মাসিক খাদ্যতালিকা ও সরকারি বরাদ্দের তথ্য বোর্ডে প্রকাশ করা।

দীর্ঘমেয়াদী দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- ৩০ কর্মদিবসের মধ্যে শূন্য পদে জনবল নিয়োগ, পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দ্রুত সংস্কার, গর্ভবতী মায়েদের জন্য সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা এবং আধুনিক ল্যাব ও এক্স-রে রুম স্থাপন। একইসাথে তারা আধুনিক স্টোররুম, ডিজিটাল টোকেন ও অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিং, সার্বক্ষণিক দুটি সচল অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ এবং জরুরি ও বহির্বিভাগে প্রয়োজনীয় সকল চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।