
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ চিত্র উঠে এসেছে ফলাফলে। এ বছর দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য জানান।
তিনি বলেন, গত বছর (২০২৪ সালে) শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এক বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে, যা শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক একটি ইঙ্গিত।
চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
শিক্ষাবিদদের মতে, ফলাফলের এই নিম্নগতি শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতির দিকেই ইঙ্গিত করছে।