Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

October 16, 2025 10:32:39 AM   অনলাইন ডেস্ক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছে। অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফলাফল জানা সম্ভব। মোবাইলের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে— এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর, এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।

ফলাফল প্রকাশ উপলক্ষ্যে সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ডের কর্মকর্তারা পরীক্ষার সামগ্রিক পরিসংখ্যান ও মূল্যায়ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ফলাফল পুনর্নিরীক্ষণের সুযোগও থাকছে শিক্ষার্থীদের জন্য। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। শিক্ষা বোর্ডের অফিসে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।