Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের হৃদয়ছোঁয়া প্রার্থনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের হৃদয়ছোঁয়া প্রার্থনা

October 14, 2025 02:19:33 PM   বিনোদন ডেস্ক
নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের হৃদয়ছোঁয়া প্রার্থনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি জানা গেছে, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। গেল মাসে এই খবরটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই পুরো চলচ্চিত্র অঙ্গনসহ সাধারণ দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ে গভীর উদ্বেগ ও শোকের আবহ।

এই প্রিয় নায়কের দ্রুত আরোগ্য কামনা করে মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী শাবনূর। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন— “বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ— খবরটি শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটির হাসিমুখ আজ অসুস্থতার ছায়ায় মলিন, এটা ভাবতেই কষ্ট লাগে। তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেরও নায়ক— যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষকে সচেতন করেছেন, সড়ক নিরাপত্তার আন্দোলনে প্রাণ দিয়েছেন।”

শাবনূর আরও লেখেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার অবদান অনন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।”

বাংলা সিনেমায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সমাজ সচেতনতায় তার ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন বাংলাদেশে সড়ক নিরাপত্তা ইস্যুতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই শুধু একজন শিল্পী নয়, মানবিক দায়িত্ববোধে পরিপূর্ণ এক মানুষ হিসেবেও তিনি আজ সবার ভালোবাসা ও প্রার্থনায় ঘেরা।