Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

October 08, 2025 06:06:41 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:
"বাঁচলে কৃষক বাঁচবে দেশ, গড়বো মোরা সোনার দেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাণীপুর গ্রামে আয়োজিত এই সমাবেশে শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কৃষি বিষয়ক সম্পাদক মো. মারফত আলী। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা সভাপতি মো. জাকির হোসেন।

WhatsApp Image 2025-10-08 at 6.05.11 PM
প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, "তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে।" তিনি আরও বলেন, এই ব্যবস্থায় অর্গানিক পদ্ধতিতে কৃষির পুনঃপ্রতিষ্ঠা, বিনাসুদে কৃষিঋণ প্রদান, সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু বাজারব্যবস্থা গড়ে তোলা এবং ঋণের দায়ে কৃষক আত্মহত্যার মতো ঘটনার অবসান ঘটানো হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সুনামগঞ্জ পৌরসভা সভাপতি মো. তুহিন মিয়া, সিরাজুল ইসলাম, ওমর আলী, মো. মিরাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে উপস্থিত কৃষকরা হেযবুত তওহীদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।