
"আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার (০৮ অক্টোবর) বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। অনুষ্ঠানে কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস এবং শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন।
বক্তারা নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা কন্যা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং সমাজে তাদের প্রতিষ্ঠিত করার জন্য সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। এছাড়াও, কন্যা শিশুরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় এবং নিরাপদে জীবনযাপন করতে পারে, সে বিষয়ে সকলে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক কন্যা শিশু ও ২০ জন অভিভাবক উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে প্রতিপাদ্য বিষয়ের উপর শপথ বাক্য পাঠ করানো হয়, যা কন্যা শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে তোলে।