
ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় আসামিরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সরঞ্জামাদিসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে একটি পরোয়ানা তামিল করতে অভিযান চালানো হয়। এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও তার ভাই রফিকুল ইসলাম আরিফের বাড়িতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা দেয়। এক পর্যায়ে তারা দায়িত্বরত পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মূল আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া শটগান ও ওয়াকিটকিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় থানায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক অপর আসামি রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।