Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে আইনজীবী ফোরামের সভাপতির সঙ্গে জিয়া মঞ্চের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

ফেনীতে আইনজীবী ফোরামের সভাপতির সঙ্গে জিয়া মঞ্চের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

October 08, 2025 06:05:13 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে আইনজীবী ফোরামের সভাপতির সঙ্গে জিয়া মঞ্চের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন (নয়নের) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী জেলা জিয়া মঞ্চের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন (নয়ন) জিয়া মঞ্চের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য দেশবিরোধী গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে সকল ভেদাভেদ ভুলে দল ও দেশের স্বার্থে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা মেনে দলের ৩১ দফা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ফেনী জেলার প্রতিটি ঘরে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে জিয়া মঞ্চের সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, যুগ্ম আহ্বায়ক রফিক আলী, অ্যাডভোকেট তুহিন, অ্যাডভোকেট ইউছুফ টিপু, অ্যাডভোকেট ফখরুদ্দিন ভূঁঞা এবং সদস্য নুর মোহাম্মদ, ইব্রাহিম ও দেলোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।