Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নিজেই জ্যামে আটকা পড়লেন মহাসড়ক উন্নয়ন দেখতে আসা উপদেষ্টা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজেই জ্যামে আটকা পড়লেন মহাসড়ক উন্নয়ন দেখতে আসা উপদেষ্টা!

October 08, 2025 01:49:26 PM   অনলাইন ডেস্ক
নিজেই জ্যামে আটকা পড়লেন মহাসড়ক উন্নয়ন দেখতে আসা উপদেষ্টা!

যানজট পরিদর্শনে এসে নিজেই যানজটে আটকা পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে রেলপথে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে পৌঁছে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন তিনি। কিন্তু আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় এসে পড়লেন দীর্ঘ যানজটে। আশ্চর্যের বিষয়, তিনি যাচ্ছিলেন যে মহাসড়ক পরিদর্শনে, সেই ঢাকা-সিলেট মহাসড়কেরই এই অংশে সৃষ্টি হয়েছে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট।

জানা গেছে, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চারলেন করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এর ফলে গর্তে ভরা এই পথে যানবাহনের গতি একেবারেই ধীর হয়ে গেছে। একপাশ বন্ধ রেখে সংস্কারকাজ চালানোর কারনে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

পরিদর্শনের আগে গত ৫ অক্টোবর থেকে খানাখন্দ ভরাট শুরু হলেও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে সড়কের অব্যবস্থা নিজের চোখেই দেখতে হলো উপদেষ্টাকে।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, উপদেষ্টা সরাইলের পথে যাত্রা শুরু করলেও আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েছেন।