Date: October 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দুর্গাপূজায় শ্রীপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুর্গাপূজায় শ্রীপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির উপহার বিতরণ

September 30, 2025 07:14:09 PM   অনলাইন ডেস্ক
দুর্গাপূজায় শ্রীপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির উপহার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণ করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

মঙ্গলবার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ডা. বাচ্চু বলেন, "বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার ও সম্প্রীতিতে বিশ্বাসী। শারদীয় দুর্গোৎসব এখন কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সকল বাঙালির প্রাণের উৎসব। এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি।"

শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা পূজা মন্দির কমিটির সভাপতি হরি নারায়ণ চৌহানের সভাপতিত্বে এবং দুলাল চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সাবেক সভাপতি সিরাজ কাইয়া, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

এছাড়াও বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আহসান কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।