
নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের নামে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় উপস্থাপিত তথ্যে জানা যায়, তার স্ত্রী, ছেলে ও মেয়ের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, প্লট, মার্কেট, হাসপাতাল, ওয়ারহাউজ এবং বিদেশে রিসোর্টসহ বিপুল সম্পদের তালিকা পাওয়া গেছে।
উল্লেখযোগ্য সম্পদের তালিকা
১. রাজধানীর গুলশান-১ এ ১২ তলা বিশিষ্ট দুটি ব্যাংক ভবন।
২. গুলশান-১ এ আরও একটি বাড়ি, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
৩. গুলশানে শান্ত মারিয়মের পাশে বাউন্ডারি করা প্রায় ১০ বিঘা জমি।
৪. গুলশানে ১ বিঘা জমি, যা পারটেক্স গ্রুপ থেকে ক্রয় করা।
৫. গুলশান-১ এ ব্যাংক বিল্ডিং ছাড়াও মেয়ে আনিকার নামে একাধিক প্লট।
৬. নিকেতনে প্রায় ১০ বিঘা জমি।
৭. মহাখালী ডিওএইচএস এলাকায় ১০ কাঠার উপর একটি বাসা।
৮. মহাখালী বাস স্ট্যান্ডের পাশে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ৩ বিঘা জমির উপর নাসা হেড অফিস।
৯. একই এলাকায় আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি এবং পাশেই গাজী গ্রুপ থেকে কেনা আরও ৭ বিঘা জমি।
১০. জলসিঁড়ি সেক্টর-১৭ তে একটি কাঁচা মার্কেট, একই সেক্টরে ২.৫ বিঘা জমিতে ১০০ কোটি টাকার মার্কেট এবং আরও ৮টি প্লট।
১১. জলসিঁড়ি-২ এ ৩০-৪০ বিঘা জমি, এর কিছু পুলিশ হাউজিং এর বিপরীতে।
১২. হাতিরঝিল প্রজেক্টে দুটি বড় খেজুর ডিপো, যেখানে প্রায় ১০-১২ কোটি টাকার খেজুর মজুদ।
১৩. বিজিএমইএ’র উত্তর পাশে দিয়া বাড়ীতে প্রায় ৪.৫ বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ ও গেস্ট হাউজসহ বিশাল কমপ্লেক্স। এর বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
১৪. পূর্বাচলে প্রায় ২০টি প্লট, যার মধ্যে কিছু দুদক ইতোমধ্যে ক্রোক করেছে।
১৫. পূর্বাচলে ২.৫ বিঘার উপর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট।
১৬. মেঘনাঘাটে ওয়ারহাউজ, পেট্রোল পাম্প এবং আরও প্রায় ১০ বিঘা জমি।
১৭. ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি।
১৮. চাঁদপুরে বিশাল মার্কেট।
১৯. উত্তরা সেক্টর-১৩ এবং মাসকট প্লাজার পশ্চিমে প্লট ও দোকান।
২০. উত্তরা সেক্টর-১৩ এর সোনারগাঁও জনপদে একটি প্লট।
২১. দুবাইতে রিসোর্ট ও খেজুর বাগান।
২২. এক্সিম ব্যাংকের ২৪ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড।