Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / তীব্র যানজটে আটকে মোটরসাইকেল চড়লেন সড়ক উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তীব্র যানজটে আটকে মোটরসাইকেল চড়লেন সড়ক উপদেষ্টা

October 08, 2025 03:51:24 PM   দেশজুড়ে ডেস্ক
তীব্র যানজটে আটকে মোটরসাইকেল চড়লেন সড়ক উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে বুধবার (৮ অক্টোবর) এক অভিনব দৃশ্যের জন্ম দেয় তীব্র যানজট। ঘণ্টাখানেক আটকে থাকার পর অবশেষে মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

সকালে ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামার পর তিনি গাড়িবহরসহ সরাইল-বিশ্বরোড এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছানোর পর দীর্ঘ যানজটে পড়ে পুরো বহর থমকে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় তিনি মোটরসাইকেলে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

 

চশমা চোখে, মাথায় হেলমেট পরে মোটরসাইকেলে উঠতে দেখে现场 উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ অবাক হয়ে যান। মুহূর্তেই অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করতে শুরু করেন। উপদেষ্টার এমন উদ্যোগে পুলিশ দ্রুত রাস্তা পরিষ্কারের চেষ্টা শুরু করে।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা দেন। সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়লে তিনি মোটরসাইকেল বেছে নেন।

 

উপদেষ্টার সফর উপলক্ষে সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তর তৎপর ছিল। সড়কের খানাখন্দ মেরামতে ইট-বালু ফেলে সাময়িক সংস্কার কাজও চলছিল। তবে টানা বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল দেখা দিয়েছে, তেমনি প্রশংসাও মিলছে—কর্মব্যস্ততার মাঝেও গন্তব্যে পৌঁছাতে উপদেষ্টার এমন বাস্তবধর্মী সিদ্ধান্তের জন্য।