
হবিগঞ্জ সংবাদদাতা:
রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রী ও তরুণদের ভূমিকার উপর আলোকপাত করে হবিগঞ্জে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে শনিবার এক ভিন্নধর্মী আমেজ বিরাজ করছিল। সকাল ৯টা থেকেই সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্য ও শুভানুধ্যায়ী শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সাথে সাথে টাউন হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র ও তরুণ সমাজকে তাদের করণীয় সম্পর্কে সচেতন করা।
সিলেট বিভাগ ছাত্র ফোরামের সভাপতি ইমরান হাসান মারজানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি ফাহমিদা সুলতানা লিপির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের উপদেষ্টা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেন, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম এবং হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি অ্যাডভোকেট এম.এ. আব্দুল মোত্তালিব।
সম্মেলনে বক্তারা বলেন, মানবজাতি আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্বজুড়ে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, জুলুম, শোষণ এবং বিভেদ চরম আকার ধারণ করেছে। মানবজাতি আজ নিজেদের তৈরি বিভিন্ন মতবাদ ও ব্যবস্থা দ্বারা পরিচালিত হওয়ায় শান্তি হারিয়ে ফেলেছে।
তারা বলেন, ধর্মকে আজ তার মূল উদ্দেশ্য অর্থাৎ মানবসমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে সরিয়ে কেবল ব্যক্তিগত উপাসনা ও আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এই সুযোগে ধর্মব্যবসায়ী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ, বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি করছে, যা মানবজাতির শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে।
প্রধান আলোচক সাইফুর রহমান বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্ব অর্থাৎ তওহীদভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণ করা। মানবরচিত সকল ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করলেই কেবল চলমান সংকট ও সংঘাতের অবসান ঘটবে এবং মানবজীবনে প্রকৃত শান্তি ফিরে আসবে।”
কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম বলেন, “যুগে যুগে তরুণদের হাত ধরেই সমাজের সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে পরিবর্তন সূচিত হয়েছে। তাদের আত্মত্যাগ ও কোরবানির বিনিময়েই নির্মিত হয়েছে নতুন সভ্যতা। আজও আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তরুণ ও ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি উপস্থিত শিক্ষার্থীদের এই মহৎ সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী ফাহমিদা সুলতানা লিপি, হবিগঞ্জ ছাত্র ফোরামের সভাপতি নুসরাত জাহান হৃদি, সুনামগঞ্জের সভাপতি তাহমিনা আক্তার এবং সিলেটের সভাপতি ফারহানা সুলতানা মিলি সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলন শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীরা তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।