
ঝিনাইদহ সদর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে লামিম ও আপন বাড়ির পাশের খালে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার এক পর্যায়ে অসাবধানবশত তারা দুজনই পানিতে পড়ে যায়। খালের স্রোতে ভেসে যেতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, "পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"