
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ধুনট উপজেলা। মঙ্গলবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে আশপাশের ভবন ও গাছে উঠেও খেলা উপভোগ করতে দেখা যায়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।
টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্যের জন্য ধুনট উপজেলার গোলরক্ষক রকি ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবেও নির্বাচিত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।