Date: October 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় হেযবুত তওহীদের আয়োজনে কৃষি সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় হেযবুত তওহীদের আয়োজনে কৃষি সমাবেশ

September 21, 2025 07:03:23 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় হেযবুত তওহীদের আয়োজনে কৃষি সমাবেশ

গাইবান্ধা সংবাদদাতা:
"বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, গড়বো মোরা সোনার দেশ" -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় হেযবুত তওহীদের কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় গাইবান্ধা সদরের মোল্লাচর ইউনিয়নের সিদাই চরে এ কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের সভাপতি জাহিদ হাসান মুকুল। তিনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষকদের অবদানই সবচেয়ে বেশি। যে কৃষক দেশের সাড়ে সতেরো কোটি মানুষের মুখে অন্ন জোগান, সেই কৃষকই আজ সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত ও শোষিত।

Gaibandha 2-1
তিনি আরও বলেন, এই অবিচার কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং বিদ্যমান শোষণমূলক শাসনব্যবস্থার নির্মম পরিণাম। আল্লাহর রাসুল (সা.) যেমন আরবের জাহেলি সমাজকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে পরিবর্তন করেছিলেন, তেমনি আজকের কৃষকদেরও বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান ওপেল, আইন বিষয়ক সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি সোহরাব হোসেন সিরল, ফুলছড়ি উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মাহাবুর রহমানসহ স্থানীয় কৃষকবৃন্দ।