Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / আরও এক ফাইনালে আর্জেন্টিনা, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আরও এক ফাইনালে আর্জেন্টিনা, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে!

October 16, 2025 10:48:19 AM   ক্রীড়া ডেস্ক
আরও এক ফাইনালে আর্জেন্টিনা, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে!

আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে পা রাখল।
চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে তারা উঠেছে ফাইনালে। এই জয়ে সপ্তমবারের মতো শিরোপা জয়ের সুযোগ পেল তরুণ আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই ছিল সতর্ক। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি, ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। তবে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন এনে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন আর্জেন্টাইন কোচ দিয়েগো প্লাসেন্তে। তিনি রক্ষণভাগ থেকে এক ডিফেন্ডার তুলে আক্রমণ বাড়ান—এ সিদ্ধান্তই শেষ পর্যন্ত ফল দেয়।

৭১ মিনিটে লিওনেল মেসির সতীর্থ এবং ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি দারুণ এক ফিনিশে গোল করেন। বাম দিক থেকে এগিয়ে এসে তিনি নিখুঁতভাবে বল জালে জড়ান, যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে।

৭৮ মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জনে নেমে আসে। এরপরও তারা লড়াই চালিয়ে গেলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করতে পারেনি।

আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি ছিলেন অনন্য। তিনি প্রথমার্ধে কলম্বিয়ার জোয়েল ক্যানচিম্বো ও হুয়ান আরিজালার দুটি শট অসাধারণভাবে ফিরিয়ে দেন, যা দলকে বিপদ থেকে রক্ষা করে।

শেষ দিকে আর্জেন্টিনার আলেখো সারকো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির সামনে আরও কিছু সুযোগ এসেছিল, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। তবুও সিলভেত্তির একমাত্র গোলই যথেষ্ট ছিল আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করতে।

ম্যাচ শেষ হয় ১–০ গোলে। ১০ জন নিয়ে লড়েও কলম্বিয়া ঘুরে দাঁড়াতে পারেনি।
আগামী ১৯ নভেম্বর (রবিবার) ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মরক্কো। এই ম্যাচে জয় পেলে তারা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সপ্তমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করবে—যা যুব ফুটবলে নতুন ইতিহাস গড়বে। ⚽🇦🇷