Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / লাইফস্টাইল / আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

October 17, 2025 05:10:03 PM   আন্তর্জাতিক ডেস্ক
আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন — এক বিশেষ উপলক্ষ, যা মনে করিয়ে দেয় ক্ষমার শক্তি কতটা গভীর হতে পারে।

দুই মানুষ যখন প্রেমের সম্পর্কে জড়ায়, শুরুটা থাকে আবেগ, মায়া আর স্বপ্নে ভরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেই কখনও আসে ভুল বোঝাবুঝি, দূরত্ব, কিংবা কষ্টের প্রাচীর। অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি জমিয়ে রাখেন অভিযোগ, রাগ আর ঘৃণা—যেন বুকের ওপর একটা ভারী পাথর চেপে থাকে। অথচ মনকে হালকা করার একমাত্র উপায় হতে পারে ক্ষমা।

এই উপলব্ধি থেকেই ২০১৮ সালে সূচনা হয় ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’-এর। প্রতি বছর ১৭ অক্টোবর দিনটি উদ্‌যাপিত হয় মানুষকে অতীতের সম্পর্কের তিক্ততা ভুলে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিতে। মূল ভাবনা একটাই—ভাঙা সম্পর্কের কষ্ট মুছে ফেলে প্রাক্তনকে ক্ষমা করে শান্তি খুঁজে নেওয়া।

মনোবিজ্ঞানীরা বলেন, পুরোনো রাগ আর ক্ষোভ ধরে রাখলে তা শুধু মানসিক চাপই বাড়ায় না, জীবনের আনন্দও কেড়ে নেয়। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের ভেতরের কষ্টকে মুক্ত করা।

আজকের দিনে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রাক্তনের উদ্দেশে বার্তা দিচ্ছেন—
কেউ লিখছেন, “তোমাকে মাফ করে দিলাম,”
আবার কেউ বলছেন, “অতীতের কষ্ট মুছে নতুনভাবে শুরু করতে চাই।”

এই দিনটি শুধু ভাঙা প্রেমের স্মৃতি নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহসের প্রতীক। কারণ শেষ পর্যন্ত শান্তি, প্রশান্তি আর মুক্তিই তো জীবনের আসল প্রাপ্তি।
প্রাক্তনকে ক্ষমা করা হয়তো সহজ নয়, কিন্তু সেটাই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ—নিজেকে মুক্ত করা।