Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / নির্বাচন করলে জিততাম,এতে কোনো সন্দেহ নাই: তামিম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচন করলে জিততাম,এতে কোনো সন্দেহ নাই: তামিম

October 08, 2025 06:09:30 PM   ক্রীড়া ডেস্ক
নির্বাচন করলে জিততাম,এতে কোনো সন্দেহ নাই: তামিম

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অংশ নিলে জয় নিশ্চিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, নিশ্চিতভাবে জিততাম। কারণ, আমার পাশে থাকা মানুষদের আমি জানি, আর ক্রিকেট পরিবারও জানে আমি কেমন মানুষ।”

 

তামিমের দাবি, তার জন্য কাউকে বাসে করে আনতে বা বোঝাতে হতো না। তিনি শুধু চেয়েছিলেন একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু সরকারি হস্তক্ষেপ ও অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগে এবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি এবং তার সঙ্গে আরও ১৬ জন প্রার্থী। মূলত তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিতের প্রতিবাদে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। পরবর্তীতে সেই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ পুনর্বহাল হলেও তামিম নির্বাচনে ফেরেননি।

 

নির্বাচনের আগের রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, ‘ধৈর্য ধরলে অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন।’ এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তামিম বলেন, “আমি নিশ্চিত, আপনারা আমার সম্পর্কে কিছুটা হলেও জানেন। ১৫টা ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি দাঁড়াতাম, আমার জন্য ভোট না পড়ার কোনো কারণ ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল নির্বাচনটা স্বচ্ছভাবে হওয়া।”

 

তিনি ই–ভোটিং প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করে বলেন, “যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ভোটকেন্দ্রে উপস্থিত থাকেন, তখন ই–ভোটিংয়ের প্রয়োজন কী? এতে স্বচ্ছতার ঘাটতি থেকেই যায়।”

 

একই সংবাদ সম্মেলনে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন ঢাকার লিগসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সব ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়। বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও তামিমপক্ষ তা প্রত্যাখ্যান করে।

 

ক্রিকেট বর্জনের ফলে খেলোয়াড়রা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন—এমন প্রশ্নে তামিমের জবাব ছিল স্পষ্ট, “এটা আমাদের চিন্তা নয়। যাঁরা অনিয়ম করে এই নির্বাচন করেছেন, তাঁদেরই আগে এসব ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।”

 

তামিমের এই বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে যে, তিনি বিসিবি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ ও হতাশ, তবে নিজের জনপ্রিয়তা ও অবস্থান সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।