Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্রামবাসীর উন্নয়নে জেলা প্রশাসকের আশ্বাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্রামবাসীর উন্নয়নে জেলা প্রশাসকের আশ্বাস

October 07, 2025 07:45:45 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্রামবাসীর উন্নয়নে জেলা প্রশাসকের আশ্বাস

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রীছাউনি নির্মাণ এবং শহরতলীর ইব্রাহীমপুর গ্রামের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনে গেলে গ্রামবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক প্রথমে শহরের লঞ্চঘাটের অবৈধ স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি সুরমা নদীর উত্তরপাড়ের ইব্রাহীমপুর গ্রাম পরিদর্শনে যান। প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত গ্রামবাসী তাকে স্বাগত জানাতে সমবেত হয়। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসকের আগমনে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ফুলেল শুভেচ্ছা জানায়।

পরে গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এলাকাবাসীর কথা শোনেন। এ সময় তিনি লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যাত্রীছাউনি নির্মাণ, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন এবং নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও গবেষক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।