
শরীয়তপুরে চাল বিতরণে অনিয়মের কারণে ডিলারশিপ বাতিল হওয়া এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে জেলার সব মামলায় আসামি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয় জীবনের নিরাপত্তা চেয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জিডি সূত্রে জানা যায়, আশিকুর রহমান হৃদয় অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তাবাজার’-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি। গত ৭ অক্টোবর তিনি তার পোর্টালে “চাউল বিতরণে অনিয়ম, বিএনপি নেতার রোষানলে ইউএনও” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদে মতিউর রহমান সাগরের মালিকানাধীন ‘সাগর ট্রেড ইন্টারন্যাশনাল’-এর সরকারি চাল বিতরণে অনিয়ম এবং এ কারণে তার ডিলারশিপ বাতিলের বিষয়টি তুলে ধরা হয়।
অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে ওই দিন (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক হৃদয়কে ফোন করে মতিউর রহমান সাগর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রকাশিত সংবাদটি সরিয়ে না নিলে নড়িয়া থানাসহ শরীয়তপুরের যেকোনো জায়গায় দায়ের হওয়া সব মামলায় তাকে আসামি করার হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারেরও হুমকি দেন তিনি।
এই ঘটনার পর বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে আশিকুর রহমান হৃদয় বলেন, “প্রশাসনের পক্ষ থেকে মতিউর রহমান সাগরের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ কারণেই থানায় জিডি করেছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা দাবি করছি।”
অভিযোগের ব্যাপারে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, “হুমকির অভিযোগে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”