Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বর্ষপূর্তি উপলক্ষে ‘শিহরণ’ ম্যাগাজিন প্রকাশ করবে বিএমইউজে ফেনী শাখা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বর্ষপূর্তি উপলক্ষে ‘শিহরণ’ ম্যাগাজিন প্রকাশ করবে বিএমইউজে ফেনী শাখা

October 07, 2025 07:42:53 PM   অনলাইন ডেস্ক
বর্ষপূর্তি উপলক্ষে ‘শিহরণ’ ম্যাগাজিন প্রকাশ করবে বিএমইউজে ফেনী শাখা

ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটি তাদের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘শিহরণ’ নামে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ফেনী জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মোঃ আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ এবং দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক।

এছাড়াও নির্বাহী সদস্য মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, নিমাই চন্দ্র মজুমদার, আবু জাফর আহমেদ হৃদয়, মহি উদ্দিন মহি, জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, রফিক আলী ও কাজী ওয়ারেছ আহমেদ সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।