Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে অভিযান

October 08, 2025 09:04:30 PM   অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সারা দেশের ন্যায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলার চাপাইর ইউনিয়নের আলিয়াবিল এলাকায়।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোসলেহ উদ্দিন আহমেদ, মোঃ আতিক আহমেদ ফাওাহ, আশানন্দ বিশ্বাস প্রমুখ।

এসময় ছোট বড় পাঁচটি নৌকাযোগে নিষিদ্ধ ঘোষিত ৯৫ টি চায়না দুয়ারি জাল এবং একটি ব্যাটারি চালিত মাছ ধরার যন্ত্র ( ইলেকট্রিক শক) জব্দ করা হয়েছে। আটককৃত মৎস্য ধরার সরঞ্জাম বাজারের মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।