Date: May 28, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / স্বাস্থ্য / করোনায় মৃত্যুশুন্য দিনে শনাক্ত ২৯ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

করোনায় মৃত্যুশুন্য দিনে শনাক্ত ২৯

November 16, 2022 04:56:49 AM  
করোনায় মৃত্যুশুন্য দিনে শনাক্ত ২৯

দেশে এক দিনে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে ২৯ জন হয়েছে; এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ওই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৯২ শতাংশ, শনাক্ত হয়েছিল ৩৮ জন রোগী।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪২৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২০ জন ঢাকার বাসিন্দা। গত একদিনে দেশের ৫১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও নতুন রোগী মেলেনি।