Date: October 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় শিশুকে ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে ধর্ষক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে ধর্ষক নিহত

June 29, 2025 08:38:43 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় শিশুকে ধর্ষণের  ঘটনায় গণপিটুনিতে ধর্ষক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শনিবার রাত ১২টার দিকে গণপিটুনিতে হাবিল মিয়া (৫০) নামে এক ধর্ষক নিহত হয়েছেন। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম রোববার সকালে বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হলে পরিবার তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ নিয়ে শনিবার রাতে এলাকাবাসী হাবিল মিয়াকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিল মিয়া এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।