Date: September 26, 2022

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / সুজন হত্যার বিচার দাবি: সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সুজন হত্যার বিচার দাবি: সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান

September 13, 2022 08:23:55 PM   নিজস্ব প্রতিনিধি
সুজন হত্যার বিচার দাবি: সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান

নোয়াখালী প্রতিনিধি:

হেযবুত তওহীদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের একদিন পরই সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছে সোনাইমুড়ি হেযবুত তওহীদের সদস্যরা।

আজ সকালে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সাথে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন সোনাইমুড়ী উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদুর রহমান জুয়েল। এসময় তার সাথে উপজেলা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত ও ১ জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানানোসহ নোয়াখালী জেলায় গুজব রটনাকারী, সন্ত্রাসী হামলার উস্কানিদাতা ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন মানবতা বিধ্বংসী, নাশকতামূলক কোনপ্রকার কর্মকাণ্ড সংঘটন করতে না পারে এবং হেযবুত তওহীদের সদস্য সমর্থকদের জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে জেলা প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রত্যাশা করা হয়।