Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাইমুড়িতে ক্রীড়া প্রতিযোগিতায় চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

সোনাইমুড়িতে ক্রীড়া প্রতিযোগিতায় চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

September 25, 2025 10:36:37 PM   অনলাইন ডেস্ক
সোনাইমুড়িতে ক্রীড়া প্রতিযোগিতায় চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ অভাবনীয় ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে সেরার শিরোপা অর্জন করেছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই ক্রীড়াঙ্গনে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রতিষ্ঠানটি। সাঁতার, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ৭টি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনসহ সর্বমোট ১৫টি পুরস্কার জিতে নিয়েছে এই প্রতিষ্ঠানের অদম্য শিক্ষার্থীরা। তাদের এই ঈর্ষণীয় সাফল্য পুরো উপজেলাজুড়ে প্রশংসার ঝড় তুলেছে।

গত ২২ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই ক্রীড়াযজ্ঞ শুরু হয়। চার দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ২৫ সেপ্টেম্বর সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো: মহতাছিম বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের তারকা ক্রীড়া শিক্ষক মাহাবুবুল আলম নিক্কনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতার শুরু থেকেই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় ছিল অপ্রতিরোধ্য। ইভেন্টগুলোতে তাদের আধিপত্য ছিল প্রশ্নাতীত; বালক ও বালিকা উভয় বিভাগেই কাবাডি ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করে তারা। তাদের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ দলগুলো। স্থলের পাশাপাশি জলেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে বিদ্যালয়ের সাঁতারুরা। সাঁতারের ৪×১০০ মিটার মিডলে রিলে এবং বালক বড় ও মধ্যম উভয় দলের প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অর্জন করে তারা ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে।

বিজয়ী শিক্ষার্থীরা জানায়, এই অসামান্য সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছেন তাদের প্রিয় ক্রীড়া শিক্ষক  মাহাবুবুল আলম নিক্কন। তার নিবিড় প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা এবং নিরন্তর উৎসাহই তাদেরকে সেরার মঞ্চে পৌঁছে দিয়েছে। নিক্কনের অক্লান্ত পরিশ্রম ও কৌশলগত প্রশিক্ষণ ছাড়া এই জয় প্রায় অসম্ভব ছিল বলে মনে করে তারা।

চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এমন অভাবনীয় সাফল্যে মুগ্ধ হয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ উপস্থিত সকল শিক্ষক প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে ২০২০ সালে যাত্রা শুরু করা চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় শুরু থেকেই শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছে। এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হারের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে তাদের এই ধারাবাহিক সাফল্য প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে।