Date: September 26, 2022

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ডর্টমুন্ডের জালে হালান্ডের গোল, ম্যানসিটির জয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডর্টমুন্ডের জালে হালান্ডের গোল, ম্যানসিটির জয়

September 15, 2022 12:13:28 PM   ক্রীড়া ডেস্ক
ডর্টমুন্ডের জালে হালান্ডের গোল, ম্যানসিটির জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। নিজের সাবেক ক্লাব বরুশিয়ার জালে বল পাটিয়েছেন বর্তমান ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ঘরের মাঠে ম্যানসিটি জিতেছে ২-১ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মার্কো রিউসের ক্রস থেকে ম্যানইউয়ের জালে বল জড়ান জুডে বেলিংহাম। ম্যানসিটি সমতায় ফেরে ৮০তম মিনিটে, কেভিন ডি ব্রুইনের পাসে গোলটি করে জন স্টোন্স। চার মিনিট পর জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে অবিশ্বাস্য এক গোল করেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তাঁর ১৩তম গোল।
ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে তারা। ৩ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় ডর্টমুন্ড।