Ultimate magazine theme for WordPress.

কচুয়ায় নব-নির্বাচিত দুই পৌর কাউঞ্চিলরের সাথে হেযবুত তওহীদর মতবিনিময়

ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর:
কচুয়ায় নব-নির্বাচিত দুই পৌর কাউঞ্চিলরের সাথে হেযবুত তওহীদর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৬ মার্চ) চাঁদপুরের কচুয়া পৌরসভার নব-নির্বাচিত কাউঞ্চিলর-প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর ও ৮নং ওয়ার্ড কাউঞ্চিলর মোঃ মাসুদ রানার সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন হেযবুত তওহীদের চাঁদপুর জেলা সভাপতি মঈন উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, জেলা আইটি সম্পাদক মাহিন আলম পাটওয়ারী ও কামরুল ইসলাম।

মতবিনিময় শেষে তাদের হাতে ধর্মব্যবসার ফাঁদেসহ অন্যান্য প্রকাশনা তুলে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.