Date: October 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / আমের পর এবার কমলাকাণ্ডে ভাইরাল অক্ষয় কুমার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমের পর এবার কমলাকাণ্ডে ভাইরাল অক্ষয় কুমার

October 08, 2025 07:10:22 PM   বিনোদন ডেস্ক
আমের পর এবার কমলাকাণ্ডে ভাইরাল অক্ষয় কুমার

নানান কারণে আলোচনায় থাকা বলিউড তারকা অক্ষয় কুমার ফের একবার ভাইরাল হয়েছেন — এবার ‘কমলালেবু কাণ্ডে’। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারে তার ‘আম খাওয়ার’ প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। এবার অক্ষয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে করলেন ‘কমলালেবু’ নিয়ে প্রশ্ন, যা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

২০২৫ সালের ৭ অক্টোবর এক আলোচনাসভায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নেন অক্ষয় কুমার। তিনি বলেন, “এটি আমার জীবনের দ্বিতীয় বড় সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।” এরপর পুরোনো ঘটনার স্মৃতিচারণ করে তিনি জানান, “আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম—‘আপনি কীভাবে আম খান?’। এই প্রশ্নের পরে অনেকেই আমাকে নিয়ে মজা করেছেন, কিন্তু আমি নিজেকে বদলাতে পারি না।”

 

সাক্ষাৎকারের চলাকালীন অক্ষয় বলেন, “আপনি যেহেতু নাগপুরের মানুষ এবং নাগপুরের কমলালেবু বিশ্বখ্যাত, তাই আমার প্রশ্ন—আপনার কমলালেবু খেতে কেমন লাগে?” মুখ্যমন্ত্রী হেসে বলেন, “কমলালেবু আমি খুবই ভালোবাসি এবং প্রতিদিনই খাই। তবে একটু ভিন্নভাবে—কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার উপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খাই।” অক্ষয় অবাক হয়ে বলেন, “ঠিক আছে, আজ আমি নতুন এক জিনিস শিখলাম—আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব।”

 

সাক্ষাৎকারের এই অংশ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘আম খাওয়ার পরে এবার কমলালেবু; অক্ষয় কুমার সত্যিই প্রশ্নে অনন্য’। বিশেষজ্ঞরা মনে করছেন, অক্ষয়ের এই সরল ও প্রাণবন্ত প্রশ্নগুলো তার ভক্তদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলছে।